অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার, বিপুল অস্ত্র ও নগদ টাকা উদ্ধার

জুলফিকার আকমেদ

কুমিল্লার তিতাস উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া নেতার নাম মো. মান্নান ভূইয়া (৫৮)। তিনি তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে সাহাপুর গ্রামের পশ্চিমপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিতাস থানা পুলিশ এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত মো. মান্নান ভূইয়া ওই ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী ভূইয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাহমুদুল হক জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ সম্মিলিতভাবে এই অভিযান পরিচালনা করে বস্তাবন্দি অস্ত্র, ঘরে ২ লক্ষ ৬৩ হাজার টাকা উদ্ধার করে।

অভিযানকালে গ্রেফতারকৃত মান্নান ভূইয়ার বাসার বহিঃ বাথরুমের ছাদের ওপর একটি বস্তার ভেতর থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে, ১টি দেশীয় তৈরি পাইপ গান সদৃশ্য অস্ত্র, ৫টি সিসা কার্তুজ, দুটি রামদা, ১টি পুরাতন চাপাতি, ১টি লম্বা ছোড়া।

এছাড়াও, তার ঘরের ভেতর থেকে নগদ ২ লক্ষ ৬৩ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।

গ্রেফতারকৃত বিএনপি নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্র জানিয়েছে।

Facebook
X
LinkedIn
WhatsApp
Telegram

আরও পড়ুন