কৃষ্ণসাগরে রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহরের’ জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কারে ইউক্রেনের নৌবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিবিসির যাচাইকৃত ফুটেজে দেখা গেছে, ইউক্রেনের ড্রোনগুলো দ্রুতগতিতে ট্যাঙ্কারে প্রবেশ করে। এরপরই বিস্ফোরণ ঘটে এবং আগুন ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
গত শুক্রবার তুরস্কের উপকূলে ওই দুই ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কার দুটির নাম ‘কায়রোস’ ও ‘বিরাট’। দুটি ট্যাঙ্কারই গাম্বিয়ার পতাকাবাহী। শনিবার ‘বিরাট’ নামের ট্যাঙ্কারটিতে আবারো আঘাত হানার খবর পাওয়া গেছে। তবে কেউ হতাহত হয়নি।
সম্প্রতি ইউক্রেন তাদের হামলা জোরদার করেছে। দেশটি রাশিয়ার জ্বালানি খাতের রাজস্বের উৎসগুলোয় হামলা চালাচ্ছে। যা ইউক্রেনে চলমান যুদ্ধের পেছনে অর্থায়নের বিষয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
জানা গেছে, জাহাজ দুটি রাশিয়ার ‘ছায়া নৌবহরের’ অংশ। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করার জন্য রাশিয়ার ব্যবহৃত শত শত ট্যাঙ্কারকে বোঝাতে এই শব্দটি ব্যবহার হয়। ছায়া নৌবহরটি মূলত পুরনো ট্যাঙ্কার দিয়ে তৈরি। এর মালিকানা বা বীমা নিয়ে অস্পষ্টতা রয়েছে।
সূত্র : বিবিসি