কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে আসবেন ৫ দেশের কারি

মোস্তফা কামাল

আজ কুমিল্লা ঈদগাহ ময়দানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। এতে মূল আকর্ষণ বিশ্বের পাঁচটি দেশের বিখ্যাত কারীরা। এই নিয়ে কুমিল্লার ঈদগাহ মাঠসহ আশপাশের এলাকা নতুন সাজে সেজেছে। পুরো ঈদগাহজুরে টানানো হয়েছে সামিয়ানা। মাঠে বিছিয়ে দেয়া হয়েছে কারপিট।

‘কুরআনের সুরে গড়ে উঠুক নৈতিক সমাজ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এই কিরাত সম্মেলন–২০২৫। আল-কুরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।

জানা গেছে, বিশ্বের পাঁচ দেশের খ্যাতনামা কারিরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। এতে থাকছেন, বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিসরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারী মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের কারি মুহাম্মাদ নাযীর আসগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন মাওলানা আবদুর রাজ্জাক, আর নাশিদ পরিবেশন করবেন ওবায়দুল্লাহ তারেক, মাহমুদ হুজাইফা ও অন্যান্য শিল্পী।

সম্মেলনের আয়োজনের সঙ্গে সংযুক্ত থাকবে হিফজুল কুরআন প্রতিযোগিতা। বাছাইকৃত প্রতিযোগীদের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে সকাল থেকে। বাদ আসর ও মাগরিবের পর কুরআন তিলাওয়াত, আলোচনা, নাশিদ পরিবেশনা ও দোয়া–মোনাজাত অনুষ্ঠিত হবে। এশার নামাজের পর আন্তর্জাতিক ক্বারিদের তিলাওয়াতের পাশাপাশি প্রধান অতিথির বক্তব্য এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলামসহ আয়োজকরা বুধবার সাংবাদিকদের জানান, এটি কুমিল্লার ইতিহাসে প্রথম কোন আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। এর মাধ্যমে নতুন হাফেজদের অনুপ্রেরণা, ইসলামী ভাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধিপাবে। আমরা আশাকরছি লাখ খানেক শ্রোতা ঈদগাহে এসে ও কুমিল্লা হাইস্কুল মাঠে (নারীদের জন্য সংরক্ষিত) এই ক্বিরাত সম্মেলন উপভোগ করবেন।

Facebook
X
LinkedIn
WhatsApp
Telegram

আরও পড়ুন