কুমিল্লা–৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ৬ ডিসেম্বর শনিবার দিনব্যাপী গণসংযোগ, নির্বাচনি সমাবেশ ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন। সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি ডা. আবু হানিফ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আমীর মো. মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামি আন্দোলনের ইউনিয়ন সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, গ্রাম সরদার মো. মফিজুল ইসলাম, ইউনিয়ন আমীর মাওলানা ইব্রাহিম ফয়সাল, ইউনিয়ন সেক্রেটারি মাস্টার আবুল কাশেমসহ স্থানীয় ওলামা–মাশায়েখ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মো. মোস্তফা কামাল,
অনুষ্ঠানে একজন সুবিধা বঞ্চিত পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেন,
এদিকে একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কাজী দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মাওলানা ইকবাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।
এর আগে বিকাল ৪ টায় তিনি কুমিল্লা সুফিয়া ম্যাশন মার্কেটের বিশিষ্ঠ ব্যবসায়ী ও ফটোগ্রাফার পল্লবের জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
বিভিন্ন সভায় কাজী দ্বীন মোহাম্মদ দেশে ন্যায়ভিত্তিক ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন-
“গত ৫৪ বছরে বারবার অনিয়ম, সন্ত্রাস ও লুটপাট চলেছে। বিগত সময়ে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা আর সেই পরিবেশ চাই না। আমরা উন্নয়নে চ্যাম্পিয়ন হবো, আমাদেরকে একবার দাড়িপাল্লায় ভোট দিয়ে সুযোগ দিন।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা, দমন–পীড়ন, নির্যাতন ও হত্যার মাধ্যমে আলেম–ওলামা এবং বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা হয়েছে। কিন্তু আমরা দমে যাওয়ার নই; দুর্নীতি, লুটপাট ও কেন্দ্র দখলের রাজনীতি বন্ধ করে শান্তি–সমৃদ্ধির সমাজ গড়াই আমাদের লক্ষ্য।”