হাজী ইয়াছিনের গণসংযোগে জনতার ঢল

ডেক্স নিউজ

রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা নগরীর ১৮ নং ওয়ার্ডের নুরপুর এলাকায় গণসংযোগ করেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন। গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় জনতার ব্যাপক উপস্থিতিতে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

গণসংযোগ চলাকালে ইয়াছিন এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “দেশের স্থিতিশীলতা, ন্যায়বিচার ও জনকল্যাণ নিশ্চিত করতে রাষ্ট্র কাঠামো সংস্কার অপরিহার্য। এ লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

এসময় স্থানীয় বাসিন্দারা ইয়াছিনের উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রতি সমর্থন প্রকাশ করেন। গণসংযোগে নুরপুর এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ স্থানীয় উন্নয়ন ইস্যু নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশ নেন।

Facebook
X
LinkedIn
WhatsApp
Telegram

আরও পড়ুন