ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার রাতে সাড়ে ৮টায় কুমিল্লা মহানগর শাখার আয়োজনে টমছমব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কান্দিরপাড়ে গিয়ে সমাবেশে করেন।
সমাবেশে এসময় শিবিরের মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে তারা বলেন, নির্বাচনকে ঘিরে নানাভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা তারই বহিঃপ্রকাশ।
বক্তারা বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার থাকার কথা থাকলেও ঘটনাস্থলে তার তেমন কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য মু. হাসান আহম্মেদ, সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত, ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবির সভাপতি মনির হোসেন প্রমূখ।