কুমিল্লা ৫ (বুড়িচং – ব্রাক্ষণপাড়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজিত বিজয় র্যালি শুরু হয় সকাল ১১ ঘটিকায়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড. মোবারক হোসাইন।
র্যালিটি ব্রাক্ষণপাড়া ভগবান উচ্চ বিদ্যালয় থেকে যাত্রা শুরু করে উপজেলা পরিষদ ফটক ও বাজার প্রদক্ষিণ করে। র্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের হাজারো নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, যুব বিভাগের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, ছাত্রশিবির বি-পাড়া উপজেলা সভাপতি আজাদ হোসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে বলেন, “২০২৬ এর বিজয় উদযাপনের সন্ধিক্ষণে আমরা এই দেশে জুলাই অভ্যুত্থান এর বিপ্লবীদের নিয়ে ষড়যন্ত্র প্রত্যক্ষ করি। আমরা এই জনপদে কোন ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিব না। বিজয়ের এই দিনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সকল সন্ত্রাস, মাদক, চাদাবাজ দূরীকরণের জন্য শপথ নিতে হবে। আমরা আল্লাহ ব্যতীত কোন অপশক্তির রক্তচক্ষুকে ভয় করি না। আজ আমাদের শপথ হোক শহীদের স্বপ্বের বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। “