বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৪নং উত্তর ঝলম ইউনিয়নের উদ্যোগে একটি শর্ট বাউন্ডারি ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালচাঁদপুর মাদ্রাসা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হামিদুর রহমান সোহাগ। তিনি কেন্দ্রীয় বিজনেস ফোরাম, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।
খেলায় এলাকার তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রীতি ম্যাচকে কেন্দ্র করে পুরো এলাকায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা শেষে প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যুবসমাজকে সুস্থ ও গঠনমূলক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। তিনি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে তরুণদের ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।