রাজধানীর উত্তরায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ির একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
নিহতরা হলেন-চিওড়া কাজী বাড়ির কাজী খোরশেদ আলমের ছেলে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তাঁর স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাঁদের দুই বছরের একমাত্র সন্তান কাজী ফাইয়াজ রিশান।
এক শোকবার্তায় ডা. তাহের বলেন, “একই পরিবারের তিনজনের এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিষ্পাপ শিশুসহ এই মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। আমি মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তাঁদের এই কঠিন শোক সইবার শক্তি দান করেন।”