আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা ৮-এর অন্যতম ক্লাব রেজি: নং–৭১, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি-র বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) কুমিল্লার একটি স্থানীয় হলরুমে আয়োজিত এ সভায় ক্লাবের কার্যক্রম মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবুল কালাম রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এম. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আই পিএনপি এপেক্সিয়ান এনামুল হক মিলন, জেলা ৮-এর গভর্নর এপেক্সিয়ান শাখাওয়াত হোসেন সোহেল, এনইডি এপেক্সিয়ান ওয়াউল্লাহ রিপন, অতীত সভাপতি এপেক্সিয়ান আব্দুস ছালাম, এপেক্সিয়ান জি.এম. সামদানী, এপেক্সিয়ান কেফায়েত উল্লাহ মজুমদার, পিপি এপেক্সিয়ান অ্যাডভোকেট আরিফুর ইসলাম প্রমুখ।
২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা
এজিএম শেষে আগামী বছরের বোর্ড ঘোষণা করেন ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান আব্দুল্লাহ-আল-মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আই পিএনপি এপেক্সিয়ান এনামুল হক মিলন, এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এপেক্সিয়ান আব্দুল হাই শরীফ।
নির্বাচন কমিশন ২০২৬ সালের জন্য সভাপতি (প্রেসিডেন্ট) হিসেবে এপেক্সিয়ান মাইন উদ্দিন ফরায়েজি এবং সেক্রেটারি ও ডিএনএ হিসেবে এপেক্সিয়ান মোঃ মীর মারুফ তা’সীন-এর নাম ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে।
ঘোষিত ২০২৬ সালের পূর্ণাঙ্গ বোর্ড
সভাপতি (প্রেসিডেন্ট): এপেক্সিয়ান মাইন উদ্দিন ফরায়েজি
সেক্রেটারি ও ডিএনএ: এপেক্সিয়ান মোঃ মীর মারুফ তা’সীন
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: এপেক্সিয়ান আমিরুল ইসলাম মুসা
জুনিয়র ভাইস প্রেসিডেন্ট: এপেক্সিয়ান আব্দুল হক সিদ্দিকী
আইপিপি ও এক্সপ্যানশন ডিরেক্টর: এপেক্সিয়ান আবুল কালাম রাসেল
ট্রেজারার: এপেক্সিয়ান গিয়াস উদ্দিন আজম শাহ
সার্ভিস ডিরেক্টর: এপেক্সিয়ান মোবারক হোসেন
মেম্বারশিপ ও অ্যাটেনডেন্স ডিরেক্টর: এপেক্সিয়ান ওবায়েদ উল্লাহ রিয়াদ
ফেলোশিপ ও পাবলিক রিলেশন ডিরেক্টর: এপেক্সিয়ান ডা. নিজাম উদ্দিন রাজু
পাবলিক স্পিকিং ও ডিবেটিং ডিরেক্টর: এপেক্সিয়ান আবু বকর ছিদ্দিক