চৌদ্দগ্রামে বহিস্কৃত মাদক কারবারি স্বেচ্ছাসেবক দল নেতা ধানের শীষের প্রচারণায়

জুলফিকার আকমেদ

কুমিল্লার চৌদ্দগ্রামে গাঁজাসহ র‌্যাবের হাতে আটকের পর দল থেকে বহিস্কার হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা হেদায়েত উল্লাহ সবুজ ধানের শীষের প্রচারণায় অংশ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বহিস্কৃত মাদক ব্যবসায়ী হেদায়েত উল্লাহ সবুজ চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক। চলতি বছরের মার্চে মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর তাকে দল থেকে বহিস্কার করা হয়। দল থেকে বহিস্কৃত এবং চিহ্নিত মাদক কারবারি ধানের শীষের প্রার্থী কামরুল হুদার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। ভোটারদের মনে নানা সংশয় তৈরি হয়েছে।

জানা যায়, গত ১৫ মার্চ ফেনীতে ২০ কেজি গাঁজাসহ হেদায়েত উল্লাহ সবুজ র‌্যাব-৭ এর হাতে ৩ সহযোগীসহ গ্রেফতার হয়। ফেনী সদর উপজেলার লালপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সমালোচনার মুখে হেদায়েত উল্লাহ সবুজকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়কের পদ থেকে বহিস্কার করা হয়।

সম্প্রতি সবুজকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদার নির্বাচনী প্রচারণায় দেখা গেছে। এরকম বেশ কয়েকটি ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় ভোটারদের মনে আতঙ্ক ও সংশয় দেখা দিয়েছে। মাদক কারবারি, সন্ত্রাসীদের নিয়ে নির্বাচনী প্রচারণা করায় ধানের শীষের প্রার্থীর সমালোচনা করেছেন তারা।

Facebook
X
LinkedIn
WhatsApp
Telegram

আরও পড়ুন