কুমিল্লায় রূপায়ণ শপিং মলে চলছে মোবাইলের জমজমাট উৎসবের আমেজ

মিজানুর রহমান

কুমিল্লার রুপায়ন দেলোয়ার টাওয়ারে
শুরু হয়ে গেছে মাসব্যাপী  সবচেয়ে বড় মোবাইল ও গেজেট মেলা! প্রযুক্তিপ্রেমীদের মিলনমেলা এই আয়োজন চলবে ০১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরো মাসজুড়ে।

সোমবার সন্ধা ৬টার দিকে শুভ উদ্বোধন হয় এই মেবাইল মেলা।
মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এর  এস আর,এজিএম অপারেশন রফিকুল হায়দার,রূপায়ণ মার্কেটের সেলস ম্যানেজার জনাব রফিকুল ইসলাম, রুপায়ন মার্কেটের সভাপতি কমিটির সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, আতিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব আতিক, ওয়ানপ্লাস ফ্লেকশিপ স্টরে সপ্তাধিকারী জনাব ফয়সাল নোমান, ইজিটেক স্বত্বাধিকারী শাহাদাত হোসাইন, gadget 71 শতাধিকারী মোঃ এনামুল কবির, সাংহাই গেজেটস স্বত্বাধিকারী সাখাওয়াত শাওন, ইনফিনিক্স অফিশিয়াল শোরুম স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, মোবাইল টিপস স্বত্বাধিকারী জনাব আবুল হাসান খন্দকার,  কুমিল্লা সিটি ডিএক্সটেল শোরুম ম্যানেজার জনাব আবু সুফিয়ান বাপ্পি সহ প্রমূখ

মেলায় আসা প্রতিটি দর্শনার্থী ও ক্রেতার জন্য রয়েছে দারুণ সব চমক। মোবাইল, গেজেট কিংবা যেকোনো সার্ভিস গ্রহণ করলেই পাচ্ছেন নিশ্চিত উপহার, সাথে থাকছে র‍্যাফেল ড্রতে অংশ নেওয়ার বিশেষ সুযোগ।

পুরো মাস জুড়ে র‍্যাফেল ড্রতে রয়েছে ফ্রিজ, টিভি, এয়ার কুলার, ওভেনসহ মোট ৮১টি দুর্দান্ত পুরস্কার, যা নিঃসন্দেহে আপনার মেলাভ্রমণকে করে তুলবে আরও আনন্দময়।

এই মেলার সবচেয়ে আকর্ষণীয় এবং মজার অংশ হলো দৈনিক সেলফি ক্যাম্পেইন। মোবাইল কিনুন আর না কিনুন প্রতিদিনই রূপায়ণ শপিং মলের চার তলায় অবস্থিত সেলফি বুথে গিয়ে আপনার নিজের একটি স্টাইলিশ সেলফি তুলে ফেসবুক ওয়ালে পোস্ট করুন। পোস্টে অবশ্যই যুক্ত করতে হবে অফিসিয়াল (#Rupayancarnival2025) এই
হ্যাশট্যাগটি।

মোবাইল না কিনেও উপহার পেতে এরপর শুরু হবে লাইক, কমেন্ট আর শেয়ার সংগ্রহের প্রতিযোগিতা! দিনের শেষে যার পোস্টে সবচেয়ে বেশি এনগেজমেন্ট থাকবে, সেই হবে দিনের লাকি উইনার, আর পেয়ে যাবে দৈনিক বিশেষ উপহার।

এক মাসজুড়ে চলা এই প্রযুক্তির মহোৎসব শুধু কেনাকাটার জন্য নয়, বরং আনন্দ, ছবি, পুরস্কার আর অসীম স্মৃতিতে ভরপুর একটি অভিজ্ঞতা।

তাই পরিবার-বন্ধু সবাইকে নিয়ে চলে আসুন রূপায়ণ শপিং মলে প্রতিদিন থাকছে নতুন আনন্দ। প্রতিদিনই জেতার সুযোগ।
রূপায়ণ শপিং মল আপনার উৎসব, আপনার আনন্দ, আপনার বিশ্বস্ত প্রযুক্তির ঠিকানা।

Facebook
X
LinkedIn
WhatsApp
Telegram

আরও পড়ুন