কুমিল্লায় ১০ম গ্রেডে পদোন্নতির দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অর্ধ দিবস কর্মবিরতী পালন করে।
বুধবার সকাল ৮টা থেকে কুমিল্লা মেডিকেলের প্রাঙ্গনে ১১তম গ্রেডে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেডে পদোন্নতির দাবিতে সকাল ৮টা থেকে ১২ পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতী পালন করে।
। আন্দোলনকারীরা জানান, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণ দিবস কমপ্লিট শাটডাউনে যাবার হুঁশিয়ারি দেন।
এর আগে গত ৩০নভেম্বর তারা ২ঘন্টার কর্মবিরতী পালন করে।
তাদের এই আন্দোলনের কারণে দূরদূরান্ত থেকে কুমিল্লা মেডিকেলে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। অনেকে সেনা না পেয়ে ফিরতে দেখা গেছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে।
এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের কুমিল্লা জোনের সেক্রেটারী আবুল কাশেম পলাশ, এমট্যাব এর সেক্রেটারি সাব্বির আহমেদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র টেকনোলজিস্ট আল মামুন। এছাড়া অন্যান্যদের মধ্যে কিশোর কুমার বড়ুয়া, আবুল কালাম আজাদ, শামিমা আক্তার জাহান ও ফার্মাসিস্ট নাজমুন নাহার।