দাউদকান্দিতে ‘রান ফর বাহলুল’ পদযাত্রা অনুষ্ঠিত

তৌফিক রুবেল, দাউদকান্দি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জামায়াতে ইসলামী সমর্থিত নেতাকর্মীদের উদ্যোগে ‘রান ফর বাহলুল’ শীর্ষক একটি ব্যাপক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় দাউদকান্দি পৌরসদরের মডেল মসজিদের সামনে থেকে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।পৌর আমির আবুল কাশেম প্রধানীয়া’র সভাপতিত্বে শুরু হওয়া এই পদযাত্রা মডেল মসজিদ এলাকা থেকে বের হয়ে দাউদকান্দি-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে টোলপ্লাজা, বাজার এলাকা ও বিভিন্ন প্রধান সড়ক অতিক্রম করে শেষ পর্যন্ত দাউদকান্দি বিশ্বরোড এলাকায় গিয়ে সমাপ্ত হয়। পুরো রুটজুড়ে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল। আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোশাররফ হোসেন,ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড.মোখলেসুর রহমান,নায়েবে আমীর শরীফ রোকন উদ্দিন, উপজেলা সেক্রেটারি মনির উজ জামান, পৌর সেক্রেটারি মাওলানা শাজাহান তালুকদার প্রমুখ।

পদযাত্রায় যোগ দিয়ে মনিরুজ্জামান বাহলুল নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পদযাত্রা শেষে এলাকার উন্নয়ন, জনগণের সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যও প্রদান করেন।আয়োজকদের দাবি, পুরো দাউদকান্দি উপজেলা থেকে শুধুমাত্র তরুণ-যুবকদের প্রায় ৪-৫ হাজার নেতাকর্মী ও সমর্থক এই ‘রান ফর বাহলুল’ পদযাত্রায় অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে দাউদকান্দির প্রধান সড়কগুলোতে জনস্রোতের মতো পরিবেশ তৈরি হয়।

শান্তিপূর্ণভাবে আয়োজন সম্পন্ন হওয়া এই পদযাত্রা দাউদকান্দি উপজেলায় সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বড় রাজনৈতিক শোডাউনগুলোর একটি হিসেবে স্থানীয় মহলে আলোচনায় উঠে এসেছে।

Facebook
X
LinkedIn
WhatsApp
Telegram

আরও পড়ুন