কুমিল্লা-১০ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী ইয়াসিন আরাফাতের মনোনয়নপত্র দাখিল

মিজানুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসানের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার বিকাল ৫টায় মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা আসনের নির্বাচনি পরিচালক ড. দেলোয়ার হোসেন, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জামাল উদ্দিন এবং লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook
X
LinkedIn
WhatsApp
Telegram

আরও পড়ুন