চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে জামায়াত ও খেলাফত মজলিসের মতবিনিময়

মিজানুর রহমান

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের পক্ষে কাজ করার লক্ষ্যে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। বুধবার খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহজালালের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় চৌদ্দগ্রাম বাজাস্থ জামায়াত কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের পক্ষে পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলার সাবেক আমীর আবু বক্কর ছিদ্দিক, মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান, উপজেলার সাবেক সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর নায়েবে আমীর কাজী ইয়াছিন মজুমদার, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, ওলামা পরিষদের সভাপতি সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। খেলাফত মজলিসের পক্ষে উপজেলা সেক্রেটারী মোহাম্মদ মোস্তফা, প্রচার সম্পাদক মাওলানা মাসুদ, সহ-সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ, উপজেলা উত্তরের সেক্রেটারী মাওলানা নাছির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মহিবুল্লাহ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, ইসলামী দলগুলো একজোট হয়ে কাজ করছে এটা দেশের জন্য ভালো লক্ষণ। মানুষ দুর্নীতি ও চাঁদামুক্ত বাংলাদেশ চায়। ইসলামী জোটগুলো বিজয়ী হলে মানুষের সেই আশা পূরণ হবে। চৌদ্দগ্রামে ইসলামী জোটের একমাত্র প্রার্থী ডাঃ তাহেরের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে জামায়াত ও খেলাফত মজলিস। নির্বাচনে জাতীয় নেতা ডাঃ তাহেরকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

Facebook
X
LinkedIn
WhatsApp
Telegram

আরও পড়ুন